ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দিয়েছি: প্রকাশ রাজ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:২০, ২৬ এপ্রিল ২০২৪
আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দিয়েছি: প্রকাশ রাজ

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। গত ১৯ এপ্রিল দেশটির ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। শুক্রবার (২৬ এপ্রিল) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। সাধারণ মানুষের পাশাপাশি ভারতীয় শোবিজ অঙ্গনের তারকারাও বুথে গিয়ে ভোট প্রদান করছেন।

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী প্রকাশ রাজ আজ বেঙ্গালুরুতে নিজের ভোট প্রদান করেন। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘গত এক দশকে আমরা যে বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি দেখেছি, তার বিরুদ্ধেই ভোট দিয়েছি।’

এরপর নিজের গাড়িতে বসে একটি ভিডিও ধারণ করেন প্রকাশ রাজ। ভোটকেন্দ্র থেকে তার হাতের আঙুলে দেওয়া কালির দাগ দেখিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি ভোট দিয়েছি। আমি পরিবর্তনের জন্য ভোট দিয়েছি, আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দিয়েছি। আমার ভোট আমার বিশ্বাসের প্রতিনিধি। দয়া করে, কেন্দ্রে গিয়ে ভোট দিন এবং পরিবর্তন করুন।’

ভারতের লোকসভা নির্বাচনের আগে গুঞ্জন চাউর হয়, বিজেপি বিরোধী প্রকাশ রাজই বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। এরপর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট শেয়ার করে প্রকাশ রাজ লেখেন, ‘আমার মনে হয়, তারা চেষ্টা করেছে। তারা উপলদ্ধি করেছে, আমাকে কেনার মতো ধনী (আদর্শিক) তারা না। আপনারা কী মনে করেন বন্ধুরা!’

বেশ কিছু রাজনৈতিক দল চাচ্ছে প্রকাশ রাজকে তাদের দলে যোগ দেওয়ার জন্য। কিন্তু তাতে নারাজ প্রকাশ রাজ। গত জানুয়ারি মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার কাছে তিন-তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লোকসভা ভোটের প্রার্থী হওয়ার প্রস্তাব এসেছে। আমি সাফ না করে দিয়েছি। কারণ ওরা আমাকে চেয়েছিল, আমার রাজনৈতিক দর্শন বোঝার চেষ্টাই করেনি। আমি এসবের ফাঁদে পড়তে চাই না।’

১৯৮৮ সালে কন্নড় ভাষার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন প্রকাশ রাজ। কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও ইংরেজি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়