ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুদ্ধিজীবী দিবসে ট্রাফিক নির্দেশনা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুদ্ধিজীবী দিবসে ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের স্বার্থে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন।

এ দিন সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা, ভ্যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

বিকল্প সড়ক : আশুলিয়া থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুরে আসতে হলে নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করতে হবে।

মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজারসংলগ্ন এলাকা অতিক্রম করতে হলে টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহার করতে হবে।

এ ছাড়া মিরপুর-১০ নম্বর থেকে গাবতলীর দিকে যেতে হলে মিরপুর-১ নম্বর দারুস সালাম রোড, টেকনিক্যাল মোড় হয়ে যেতে হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়