ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মহাখালী থেকে বাস চলাচল শুরু

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহাখালী থেকে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : পরিবহন শ্রমিকদের অবরোধে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে বন্ধ থাকা বাস চলাচল ফের শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় এই বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। তবে দীর্ঘ ১৪ ঘণ্টা পর যান চলাচল শুরু হলেও সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে সোমবার রাত থেকে মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রেখেছিলেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অঘোষিত ধর্মঘট তুলে নেয় শ্রমিকরা। শুরু হয় বাস চলাচল।

সোমবার রাতে পরিবহন চালককে মারধরের ঘটনায় রাত থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

ঘটনাস্থল থেকে বনানী থানার এএসআই সোহেল জানান, সোমবার রাতে পরিবহন শ্রমিকদের সঙ্গে মারামারি ঘটনায় মহাখালী থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে বিষয়টি মিমাংসা করেন। এখন মহাখালী থেকে এ দুটি রুটে যান চলাচল শুরু হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/হাসান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়