ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:৪১, ২৬ এপ্রিল ২০২৪
সিলেটে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশার রনুজিত শাহার ছেলে পার্থ শাহা (২৩)।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ থেকে পাথরবাহী একটি ট্রাক সিলেটের উদ্দেশ্য আসছিল। অপরদিকে সিলেট থেকে যাত্রীবাহী অটোরিকশা কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। গৌরীনগর এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে।

নূর/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়