ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাছের ব্যক্তিত্ব রয়েছে!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাছের ব্যক্তিত্ব রয়েছে!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : তারা হয়তো এটা দেখাতে পারে না, কিন্তু মাছের জটিল ব্যক্তিত্ব রয়েছে- এমনটাই দাবি করেছেন গবেষকরা।

ত্রিনিদাদিয়ান গাপ্পি মাছের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এই চমকপ্রদ বিষয়টি আবিষ্কার করেছেন।

গবেষকরা যখন বিভিন্ন পরিবেশে এসব মাছের আচরণ পর্যবেক্ষণ করছিলেন, তখন তারা জটিল ব্যক্তিত্ব এবং আচরণ খুঁজে পান, যা কেবল ঝুঁকি বা ঝুঁকি-বিপরীত হিসেবে ব্যাখ্যা করা যাবে না।

এতদিন ভাবা হতো মাছ যেমন গাপ্পির কেবল বিচিত্র রঙের কিন্তু এই গবেষণা অন্যকিছু দেখিয়েছে।

ইউনিভার্সিটি অব এক্সেটারের প্রধান গবেষক ড. টম হাউজলে বলেন, ‘বিচিত্র রঙের মাছ হিসেবে প্রায়ই ত্রিনিদাদিয়ান গাপ্পি প্রজাতির মাছের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরা হয়। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে যে, বাস্তবতা আরো বেশি জটিল।’

তিনি বলেন, ‘উদাহরণস্বরূপ, যখন একটি অপরিচিত পরিবেশে রাখা হয় তখন আমরা দেখতে পাই যে, গুাপ্পিদের এই চাপজনক পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন কৌশল রয়েছে।’

ফাংশনাল ইকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণা বিভিন্ন ধরনের মানসিক চাপের মাত্রায় গুাপ্পিদের আচরণ দেখার জন্য করা হয়। হালকা মানসিক চাপ দেওয়ার জন্য তাদের একটি অপরিচিত ট্যাংকে রাখা হয় এবং উচ্চমাত্রার মানসিক চাপ সৃষ্টি করতে শিকারি পাখি বা শিকারি মাছের মধ্যে রাখা হয়।    

ড. হাউজলে বলেন, ‘অনেককে নিজেকে লুকানোর চেষ্টা করতে দেখা গেছে, অনেকে পালানোর চেষ্টা করেছে আবার অনেককে সতর্ক থাকতে দেখা গেছে। সময় এবং বিভিন্ন পরিস্থিতিতে তাদের মধ্যে পার্থক্য ছিল।’

পরিস্থিতির ওপর ভিত্তি করে সকল গাপ্পি মাছের আচরণগত পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ, আরো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আরো বেশি সচেতন হয়ে উঠেছে কিন্তু সতর্ক হওয়ার ক্ষেত্রে ব্যক্তিত্বের পার্থক্য অপরিবর্তণীয় ছিল। শিকারীদের উপস্থিতি গড় আচরণের ওপর প্রভাব ফেলেছিল, সমস্ত গাপ্পিকে আরো সতর্ক করে তোলে কিন্তু সতর্কতায় মাছগুলো স্বতন্ত্র ব্যক্তিত্ব বজায় রাখে।

গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক অ্যালাস্টার উইলসন বলেন, ‘মাছগুলো কেন ভিন্ন ব্যক্তিত্ব দেখাচ্ছে, তা জানতে আমরা আগ্রহী এবং আমাদের গবেষণার পরবর্তী পর্যায়ে জেনেটিক্সের অন্তর্নিহিত ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট বৈশিষ্ট্যগুলো দেখবো। আমরা জানতে চাই কিভাবে ব্যক্তিত্ব জীবনের অন্যান্য দিকগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরিবেশগত প্রভাবের পরিবর্তে জিনগতভাবে কীভাবে এটি পরিচালিত হয়।’

তথ্যসূত্র : ডেইলি মেইল



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়