ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনায় মঙ্গলবার থেকে স্মার্টকার্ড বিতরণ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় মঙ্গলবার থেকে স্মার্টকার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড (এনআইডি) হাতে পেতে যাচ্ছেন খুলনা মহানগরীর ভোটাররা।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কমিউনিকেশন অফিসার মো. আশিকুর রহমান এ তথ্য জানান।

আশিকুর রহমান জানান, আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই থেকে খুলনা নগরীতে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। প্রতিটি ওয়ার্ডে কার্ড বিতরণের আগে প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে সদর থানার ৯ ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে।

তিনি জানান, আগামী ১৮ জুলাই নির্বাচন কমিশনার কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর এ স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ওইদিন নগরীর বিশিষ্টজনের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেবেন কমিশনার। পরে ওয়ার্ডে ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে।

হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে খুলনা মহানগরীতে ভোটার চার লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। আর জেলার নয় উপজেলায় ভোটার প্রায় সাড়ে ১০ লাখ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/হাসিবুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়