ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাহাত ফতেহ আলীকে কারণ দর্শানোর নোটিশ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাহাত ফতেহ আলীকে কারণ দর্শানোর নোটিশ

রাহাত ফাতেহ আলী খান

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান। ‘জিয়া ধড়ক ধড়ক’, ‘তেরি মাস্ত মাস্ত দো ন্যান’, ‘তেরি ও’, ‘সাজদা’, ‘তেরি মেরি’, ‘জাগ ঘুমেয়া’সহ অনেক শ্রোতাপ্রিয় বলিউড গান উপহার দিয়েছেন তিনি। এবার তার বিরুদ্ধে বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আজ বুধবার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

রাহাত ফতেহ আলী খানের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ২ কোটি রুপি পাচারের অভিযোগ উঠেছে। তাকে ৪৫ দিনের মধ্যে ইডি’র নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ২০১৪ সালে এ গায়কের বিরুদ্ধে মামলা শুরু হয়। এরপর ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’-এর আওতায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

এর আগে ২০১১ সালে দিল্লি বিমানবন্দরে রাজস্ব অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাহাত ফতেহ আলী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২.৪২ কোটি রুপি সঙ্গে নিয়ে যাচ্ছেন, এর মধ্যে ১.৬ কোটি রুপি অবৈধ। যদিও তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেন এই গায়ক।




রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়