ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

কক্সবাজারেও বাতাসের সমস্যা!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারেও বাতাসের সমস্যা!

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া প্রতিবেদক : বুধবার ভোর রাত থেকে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সেখানে বাতাসের বেগ অনেক বেশি। ফিল্ডার হ্যাট উড়িয়ে নেওয়ার পাশাপাশি বাতাসের তোড়ে স্ট্যাম্পের বেলও পড়ে যায়। বাতাসের বিপরীতে বল করতে সমস্যা হয়। পাশাপাশি সমস্যা হয় ব্যাট করতেও।

এদিকে বৃহস্পতিবার কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে টাইগ্রেসরা হেরেছে ৮৬ রানের ব্যবধানে।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক রুমানা আহমেদ জানিয়েছেন কক্সবাজারে বাতাস তাদেরও ভূগিয়েছে। বাতাসের বিপরীতে বল করতে সমস্যা হয়েছে। তবে ভুলগুলো শুধরে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চান তিনি।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে বিষয়ে তিনি বলেন, ‘হোম সুবিধা নিতে চেয়েছিলাম। প্রথমার্ধে বল একটু মুভ করবে। দ্বিতীয়ার্ধে খেলা সহজ হবে। অল্প রানে আটকে রেখে অনায়াসে সেটি তাড়া করার পরিকল্পনা ছিল। বাতাসের একটা ভূমিকা আছে। এক দিকে প্রচুর বাতাস। আরেক দিকে বোলিং করতে সমস্যা হয়েছে।’



বাংলাদেশ বেশ কয়েকটি ক্যাচ ফেলেছে। তার মধ্যে ছিল সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলা লিজলি লি এর ক্যাচও! সেগুলো ব্যাপারে অধিনায়ক বলেন, ‘ফেলেছে বলব না, হাতছাড়া হতে পারে। তবে এটা অনেক প্রভাব ফেলেছে। ওকে (লি) আটকানো গেলে অনেক রান বাঁচানো যেত।’

পরবর্তী ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টার্গেটের বিষয়ে রুমানা বলেন, ‘আমরা ইতিবাচক। ভুলগুলো শুধরে ফিল্ডিং আরও ভালো করে ওদের ব্যাটিংটা আটকানোর চেষ্টা করব।’

হারলেও এই ম্যাচে বেশ কিছু প্রাপ্তি রয়েছে বাংলাদেশের। যেমনটা টাইগ্রেস দলনেতা বললেন, ‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম হাফ সেঞ্চুরি, বোলাররাও খারাপ করেনি। অনেক ভুল বোঝাবুঝি হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়