ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে প্রধান জামাত শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে প্রধান জামাত শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে

গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে।

প্রধান জামাত নির্বিঘ্ন করতে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেজন্য টাঙানো হয়েছে সামিয়ানা। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, পৌর ঈদগাহ ময়দানে উন্নয়নমূলক কাজ চলায় এবারের পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। এটিই হবে জেলার বৃহত্তম ঈদের জামাত।

গত ২৬মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ঈদের দিনে থানাপাড়া জামে মসজিদে সকাল সোয়া ৮ টায় দ্বিতীয় জামাত, জনতা রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাত এবং গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে সকাল ৯টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, ঈদের প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবার পর পুলিশ লাইন মাঠে, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অপরদিকে, টুঙ্গিপাড়া জিটি স্কুল পৌর ঈদগাহ ময়দানে, কাশিয়ানী পৌর ঈদগাহ ময়দানে, মুকসুদপুর পৌর ঈদগাহ ময়দানে এবং কোটালীপাড়া কুরপালা মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ গোপালগঞ্জ/৩ জুন ২০১৯/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়