ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৪ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় চার যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১১ যাত্রী।

 

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে কোনো যাত্রী নিহত হননি।

 

নোয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় ঢাকামুখী বলেশ্বর পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো দুজন মারা যায়।

 

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আনসার সদস্য ফকির রাসেল (৪০) ও বাগেরহাট সদরের সোনা মিয়ার ছেলে সুজন (২৭)। অন্য নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/৪ জুলাই ২০১৫/মহিউদ্দিন মোল্লা/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়