ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাকিলের বাবা শোকে বাকরুদ্ধ

মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাকিলের বাবা শোকে বাকরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের আকস্মিক মৃত্যুতে ময়মনসিংহে তার পরিবার, আওয়ামী লীগসহ সব মহলে শোক নেমে এসেছে। ছেলের মৃত্যুর খবর শুনে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

 

ছেলের অকাল মৃত্যুতে কিছুক্ষণ পর পর কেঁদে উঠছেন তিনি। বার বার মুর্ছা যাচ্ছেন মা মোছা. নুরুন্নাহার খান। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। ময়মনসিংহ শহরে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাদের শোক প্রকাশ করতে দেখা গেছে।

 

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে শহরের বাঘমারা রোডের জহিরুল হক খোকার বাসায় ভিড় করেন নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক।

 

দুঃসংবাদ শুনে ছুটে আছেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক আমীর আহম্মেদ চৌধুরী রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিলের মরদেহ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে হেলিকপ্টারযোগে ময়মনসিংহে আনা হবে এবং বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে মরদেহ শহরের ভাটিকাশর কবরস্থানে দাফন করা হবে।

 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত জাপানি রেস্তোরাঁ সামদাদো থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/৬ ডিসেম্বর ২০১৬/মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়