ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২০ নভেম্বর ২০২২  
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে টাঙ্গাইল শহরের বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চিলড্রেনস আর্ট ফেস্টিভ্যাল ২০২২’।

রোববার (২০ নভেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। এতে তিন শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। এ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘শিশু অধিকার’।

উৎসব পরিচালক তাহমিদ ইসলাম সাম্য বলেছেন, ‘ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য নিয়মিত কাজ করছে। এরই অংশ হিসেবে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আমরা চিলড্রেনস আর্ট ফেস্টিভ্যাল আয়োজন করেছি। আমরা মনে করি, এই আয়োজন শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের আরও বেশি আগ্রহী করবে।’

উৎসবের প্রধান সমন্বয়ক ইসরাত জাহান সীমা বলেন, ‘আমরা সবার সহযোগিতায় চিলড্রেনস আর্ট ফেস্টিভ্যাল সফলভাবে আয়োজন করতে পেরেছি। আশা করছি, আগামীতে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা আমাদের এই উৎসবটি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারব।’

সুকান্ত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়