‘আপন মানুষ চেনা বড় দায়’
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
লোকসংগীত শিল্পী বাউল সুকুমার। বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।
‘বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে’ গানটি গেয়ে ভাইরাল হওয়া এই বাউলের ইতোমধ্যেই ডজনখানেক গান প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘আপন মানুষ চেনা বড় দায়’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন। জসীম উদ্দিন আকাশের লেখা গানটিতে সুর করেছেন এস. কে সানু। মিউজিক কম্পোজিশন করেন এ.এইচ. তুর্য।
এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিল্পী সুকুমার বাউল বলেন, ‘সরল-সহজ কথামালায় সাজানো, বর্তমান সমাজ, মানুষের চালচলন, আচার-আচরণের বর্তমান রূপ তুলে ধরেছেন গানের লেখক জসীমউদ্দিন আকাশ। গানটি আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। আশা করছি শ্রোতারা গানটি উপভোগ করবে।’
গানটির গীতিকার জসীমউদ্দিন আকাশ বলেন, ‘বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই মানুষ মানুষের প্রতিপক্ষ। বিশ্বাসের ঘরে আঘাত করছে আপন মানুষেরা। প্রবাসে থেকেও কাছের মানুষগুলোর আচরণ খুব আহত করে আমাকে। নির্মম স্বার্থপর মানুষগুলোর কাছে ভালবাসাও আজকাল ঠুনকো হয়। তারা মৃত্যুভয় উপেক্ষা করে প্রতারণার প্রতিযোগিতায় লিপ্ত। এই বিষয়গুলো ‘আপন মানুষ চেনা বড় দায়’ গানে তুলে ধরা হয়েছে।’
ঢাকা/রাহাত সাইফুল