ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবিদার কণ্ঠে চট্টগ্রামের দুই আঞ্চলিক গান 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২৫ এপ্রিল ২০২২  
আবিদার কণ্ঠে চট্টগ্রামের দুই আঞ্চলিক গান 

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী আবিদা সুলতানা হীরা। গানের পাশাপাশি লাইকি-টিকটকে সরব তিনি। ঈদ সামনে রেখে চট্টগ্রামের দুই আঞ্চলিক গানে কণ্ঠ দিয়েছেন আবিদা। এরই মধ্যে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 

‘মা-বাপেরে লাগাই দিবো মাইসে দেখিলে’ গানটির কথা ও সুর সংগৃহীত। গানটি আগামীকাল ২৬ এপ্রিল ভিডিও আকারে রিলিজ হবে। অন্য গানটি ম্যাশ আপ করা হয়েছে। এতে আবিদা সুলতানা হীরা ও জুয়েল মাহমুদ কণ্ঠ দিয়েছেন। দুটো গানেরই সংগীতায়োজন করেছেন জুয়েল মাহমুদ। ম্যাশআপ গানটির মিউজিক ভিডিও ঈদের দিন উন্মুক্ত করা হবে। গানটির মিউজিক ভিডিওতে মডেল জিয়া-আরিফ। 

গান প্রসঙ্গে আবিদা বলেন, ‘খুব দারুণভাবে গানের কথাগুলো সাজানো হয়েছে। জুয়েল মাহমুদ সেটিকে সুরারোপ করে প্রাণ দিয়েছেন। আমার বিশ্বাস শ্রোতারা গানটি খুব পছন্দ করবেন। আশা করছি গান দুটি শ্রোতাদের ভালো লাগবে।’

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়