আরএমপিতে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার আনিসুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণের পর তিনি বিকালে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তিনি সব শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিজয় বসাক, সামসুন নাহারসহ অন্যান্য কর্মকর্তারা।
/কেয়া/সাইফ/