‘ইউএনওর বাসভবনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বরিশাল সদরে ইউএনওর সরকারি ভবনে হামলার ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। এ হামলার পেছনে কারো ইন্ধন আছে কি না,তাও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি এখন তদন্তাধীন। পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা তদন্ত করছে। তদন্তে বেরিয়ে আসবে—হামলায় কার কী ভূমিকা ছিল।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখনই কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে। বরিশালের ঘটনা যে পর্যায়ে গিয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে দ্রুত গিয়ে স্বাভাবিক করেছে। বর্তমানে সেখানে কোনো উত্তেজনা নেই। আশা করছি, তদন্তেই সবকিছু বেরিয়ে আসবে। কেউ যদি হামলায় প্ররোচনা দিয়ে থাকে তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে সাঁটানো অবৈধ ব্যানার অপসারণকে কেন্দ্র করে সিটি মেয়রসহ আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর পুলিশ ও আনসারের রাতভর তিন দফা গুলি ও দফায় দফায় লাঠিচার্জের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগের পদবিধারী নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি গুলিবিদ্ধ হন। আহত হন জেলা আনসার কমান্ডারসহ পুলিশের দুই সদস্য।
ঢাকা/মাকসুদ/রফিক