ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৯, ১৩ ডিসেম্বর ২০২৫
অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ফয়সালকে যদি কেউ ধরিয়ে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।”

উপদেষ্টা বলেন, “এতদিন শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবে, তারা যদি হাতিয়ার চায় তাদেরকেও আমরা হাতিয়ারের লাইসেন্স দেব। নির্বাচনে অংশ নেওয়া কারো হাতিয়ার বা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র যদি আমাদের কাছে জমা থাকে সেগুলো আমরা তাদের কাছে ফেরত দেব।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,“জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য ছোট একটা কমিটি করে দিয়েছি। ওই কমিটি এসেস (মূল্যায়ন) করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।”

অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়ার আছে, আমরা নেব এবং তার নিরাপত্তা আমরা দেব।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়