ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উইন্ডস্ক্রিন ভেঙে নিজেকে বাঁচান পান্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৩০ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:৪৫, ৩০ ডিসেম্বর ২০২২
উইন্ডস্ক্রিন ভেঙে নিজেকে বাঁচান পান্ত

রাস্তার ডিভাইডারের সঙ্গে অনেক জোরে ধাক্কা লেগেছিল গাড়ির। কিছুক্ষণ পরই তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার মুহূর্তে ভাগ্যিস জ্ঞান হারাননি রিশাভ পান্ত। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে সময়মতো বের হন এবং মারাত্মক দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচান ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান।

দুর্ঘটনার সময় একাই গাড়িতে ছিলেন পান্ত। দিল্লি থেকে রুকরিতে বাড়ি ফিরছিলেন তিনি। উত্তরখন্ড পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনায় পড়ে পান্তের গাড়ি। রুকরির কাছে মোহাম্মদপুর জ্যাটে দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন তিনি। পান্ত জানান, গাড়ি চালানোর সময় হঠাৎ চোখে ঘুম চলে এসেছিল এবং তারপরই ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে, আগুন ধরে গাড়িতে। তাকে স্থানীয়রা রুকরি হাসপাতালে নেন এবং পরে নেওয়া হয় দেরাদুনে।

আরো পড়ুন:

পান্তের কপাল ও হাঁটুতে আঘাত লেগেছে। গাড়িতে আগুন ধরলেও তার শরীরের কোথাও পুড়ে যায়নি। প্রথম এক্স-রেতে কোনও চিঁড়ও ধরা পড়েনি।

ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ টুইটারে নিশ্চিত করেন, বাঁহাতি ব্যাটসম্যান এখন শঙ্কামুক্ত। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে জানুয়ারিতে স্ট্রেন্থ ও কন্ডিশনিংয়ের জন্য তার অ্যাকাডেমিতে যোগ দেওয়ার কথা ছিল।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েন পান্ত। হতাশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন তিনি, পরে অবশ্য মুছে ফেলেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়