ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাজ নেই পপির

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৩ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
কাজ নেই পপির

বিনোদন প্রতিবেদক
ঢাকা, ২৩ জুন : পর্দায় প্রায় ৬ ধরে কাজশূণ্য একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। হিসেব করে দেখা যায় আগামী ২-৪ মাসের মধ্যেও কোন কাজ পাচ্ছেন না এই নায়িকা।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাস তার অভিনীত কোন ছবি মুক্তি পায়নি। জুলাই-আগস্টেও নতুন কোন ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। একজন জনপ্রিয় অভিনেত্রীর দীর্ঘ ৮ মাস ছবিশূন্য থাকাটা তার এবং ভক্তদের জন্য কষ্টের।

যদিও পপি এটাকে স্বাভাবিক বলেই মনে করেন। এ ব্যাপারে তার অভিমত,‘অভিনয় জীবনের দেড় যুগ অতিক্রম করছি। ক্যারিয়ারের এই দীর্ঘ সময়ে অসংখ্য ছবিতেই কাজ করেছি। এমনও সময় গিয়েছে যখন প্রতি মাসে একাধিক ছবি মুক্তি পেয়েছে।

এখন যেহেতু ছবি করছি কম, হচ্ছেও কম, সেহেতু মুক্তি না পাওয়াটাকে আমি অস্বাভাবিক মনে করি না।’
পপি আরও দাবি করেন, ছবির অফার তো প্রতিদিনই আসে। কিন্তু গল্প, নির্মাণশৈলী, সহশিল্পী ইত্যাদি বিষয়ে মতের মিল না হওয়ায় সেগুলো গ্রহণ করা সম্ভব হয় না। তবে ভাল গল্পের ছবিতে কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি।

তিনবারের শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি অভিনীত যেসব ছবি এখন মুক্তির মিছিলে সেগুলো হলো নারগিস আক্তারের ‘শর্টকাটে বড়লোক’  ও ‘পৌষ মাসের পিরিতি,’ জাহিদ হোসেনের ‘লীলামন্থন,’  সাদ্দাম হোসেনের ‘বিয়ে হলো বাসর হলো না’ এবং কামরুজ্জামান কাজলের ‘আদরের ভাই’।

এছাড়াও পপি অভিনীত ‘দি ডিরেক্টর’ ছবিটি আটকে আছে সেন্সর বোর্ডে।

 

রাইজিংবিডি/এলএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়