কুষ্টিয়ায় নারী লালন ভক্তের লাশ উদ্ধার
কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া থেকে সবুরা খাতুন (৫৫) নামে এক লালন ভক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের জগতি রেলওয়ে স্টেশন থেকে তার লাশ উদ্ধার করা হয়। সবুরা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোকাছেদ আলীর স্ত্রী।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রবিউল ইসলাম জানান, সকালে জগতি রেলওয়ে স্টেশনে এক নারী লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সবুরা খাতুন লালন শাহর ভক্ত ছিলেন।
রাইজিংবিডি/কুষ্টিয়া/২৭ সেপ্টেম্বর ২০১৬/কাঞ্চন কুমার/উজ্জল
রাইজিংবিডি.কম