ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপির মিছিল

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৮ ডিসেম্বর ২০২২  
কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপির মিছিল

কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পাবনায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের গোপালপুরের জেলাপাড়াস্থ পাবনা জেলা বিএনপির পুরোনো কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন:

মিছিলে জেলা ও উপজেলা বিএনপির পাশাপাশি দলটির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

মিছিল শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সহ-সভাপতি আলহাজ তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল প্রমুখ বক্তব্য দেন। 

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়