খোলা আকাশের নিচে পাঠদান
কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাসরুম সংকটের কারণে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন এভাবে ক্লাস করায় শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা ১ হাজার ১০০ জন। প্রায় ৫০ বছরে পুরনো এ বিদ্যালয়টি শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অবকাঠামোর তেমন কোন উন্নয়ন না হওয়ায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এ ছাড়াও কক্ষের অভাবে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্র মুর্শিদুল কবির ও এলিজা আক্তার এলিজা অভিযোগ করে জানায়, এভাবে খোলা আকাশের নিচে তাদের পাঠ গ্রহণ মারাত্মক ব্যাহত হচ্ছে। অনেক সময় বৃষ্টিতে তাদের বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়ে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি ছাড়াও কারিগরি শাখায় দুটি ট্রেডসহ ১৫টি শাখায় মোট ১ হাজার ১০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ক্লাসরুমের সংকটের কারণে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে। এ ছাড়াও রুমের অভাবে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি নষ্ট এবং বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীরা হাতে-কলমের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন মহল বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাইজিংবিডি/কুষ্টিয়া/৪ অক্টোবর ২০১৫/কাঞ্চন কুমার/মুশফিক
রাইজিংবিডি.কম