গ্রামের কোনও রাস্তা কাঁচা থাকবে না: হুইপ স্বপন
জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘গ্রামের কোনও রাস্তা আর কাঁচা থাকবে না। স্বাধীনতার পর যেসব রাস্তা পাকা হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেসব রাস্তা পাকা করা হচ্ছে।’
বুধবার (১২ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার প্রায় ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনটি সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। সবার আয় বেড়েছে। গ্রামের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, দেখে চেনার উপায় নেই। গ্রাম শহরে পরিণত হচ্ছে।’
সড়ক উদ্বোধনকালে জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
শামীম/কেআই