ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে মদ ভর্তি কন্টেইনার আটক 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২৩ মার্চ ২০২৩  
চট্টগ্রাম বন্দরে মদ ভর্তি কন্টেইনার আটক 

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল ভর্তি ৪০ ফুট দীর্ঘ একটি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম বন্দরের শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে এই মদ ভর্তি কন্টেইনার আটক করা হয়। 

সোডা অ্যাশ লাইট ঘোষণা দিয়ে ঢাকার বিসমিল্লাহ করপোরেশন নামে প্রতিষ্ঠান চালান আমদানি করেছে বলে জানা গেছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনারটি ফোর্স কিপ ডাউন ও কায়িক পরীক্ষা শেষে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। 

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, ঢাকার বংশালের হাজী আবদুল্লাহ সরকার লেনের বিসমিল্লাহ করপোরেশনের নামে এফসিএল কনটেইনারটি বন্দরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জানতে পারে ওই কন্টেইনারে মদ রয়েছে।  পরে কাস্টমসের এআইআর শাখা থেকে বন্দরের টার্মিনাল ম্যানেজারকে জরুরি ভিত্তিতে ওই কনটেইনারটি ফোর্স কিপ ডাউনের জন্য চিঠি দেওয়া হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে কন্টেইনারটি খুলে কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় কন্টেইনার ভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া যায়। তবে কী পরিমাণ মদের বোতল রয়েছে, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। 

গণনা শেষে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। 
 

রেজাউল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়