ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটি প্রথম বিভাগ ফুটবল

ছদক ক্লাব চ্যাম্পিয়ন ব্রাদার্স রানার্স আপ

বিজয় ধর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছদক ক্লাব চ্যাম্পিয়ন ব্রাদার্স রানার্স আপ

রানার আপ ট্রফি হাতে ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা

জেলা প্রতিবেদক
রাঙামাটি, ১৪ ফেব্রুয়ারি : অবশেষে পর্দা নামলো রাঙামাটি প্রথম বিভাগ ফুটবল লিগের। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র  হলেও চ্যাম্পিয়ন হয় ছদক ক্লাব আর রানার্স আপ হয়েছে ব্রাদার্স স্পোর্টিং ক্লাব।

যদিও ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তাই লিগের শেষ খেলার একদিন আগেই লিগের সমাপ্তি ঘোষণা করা হয়। কারণ লিগের শেষ প্রান্তে এসে পয়েন্ট হিসেবে ছদকই যে চ্যাম্পিয়ন হচ্ছে তা বুঝাই গিয়েছিল।
 
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ফুটবল লিগের আয়োজক ছিল জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা (ডিএফএ)।

খেলার শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে উভয় দল। দাপুটে ছদক নিজের অপরাজিত চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে খেলে। অপরদিকে ব্রাদার্স স্পোর্টিং ক্লাবও জয় পেতে নিজেদের সবটুকু উজাড় করে খেলতে থাকে।

উভয়দল একাধিক চমৎকার সুযোগও পায় কিন্তু উভয় দলের চৌকষ গোলরক্ষক সেসব চেষ্টা ব্যর্থ করে দেন। উভয়দলের আক্রমন পাল্টা আক্রমনে পুরো আয়োজন হয়ে উঠে প্রাণবন্ত।

নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ শেষ হয় ড্র দিয়ে।

আর ছদক ২৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এবং ব্রাদার্স ২০ পয়েন্ট নিয়ে রানার আপ হন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তফা কামাল।

পরে বিজয়ী ও বিজিতদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় চ্যাম্পিয়ন দলকে সগদ পঞ্চাশ হাজার ও রানার আপ দলকে ত্রিশ হাজার টাকা দেয়া হয়।

এর আগে অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটি জেলার প্রাক্তন বাইশ জন খেলোয়াড়দের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।


রাইজিংবিডি / বিজয় / আ.ই

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়