ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নজরকাড়া নাদিয়া মিম

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১২ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:০৩, ৯ জানুয়ারি ২০২১
নজরকাড়া নাদিয়া মিম

নাদিয়া মিম ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী। তখন থেকে তিনি অভিনয় শুরু করেন। অল্প সময়েই পান দর্শকপ্রিয়তা। বর্তমানে ছোট পর্দার অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি।

সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই সকলের নজর কাড়েন নাদিয়া মিম। ফেসবুক ও ইনস্টাগ্রামে তার পোস্ট মানেই লাইকের ঝড়। এই অভিনেত্রীর কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। সঙ্গে থাকল কিছু তথ্যও।

২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরার মুকুট মাথায় অর্জন করেন নাদিয়া মিম। সুপারস্টার নির্বাচিত হওয়ায় তার হাতে তুলে দেওয়া হয় একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি ও ১০ লাখ টাকার চেক। সময়ের পথ পরিক্রমায় এই সময়ের ব্যস্ত অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম একটা জায়গা অর্জন করে নিয়েছেন তিনি।

নাদিয়া মিম দুষ্টু ছেলের দল, রুম নাম্বার ১৩, মানুষ হতে সাবধান সহ বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে সকলের নজরে আসেন। ফলস্বরূপ তিনি আরও নাটক এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়ের সুযোগ লাভ করেন। এছাড়াও তিনি ব্যাপকভাবে প্রশংসিত টেলিভিশন নাটক এক্স ফ্যাক্টর রিলোডেড-এ অভিনয় করেছেন। নির্মাতাদের অনেকেই এই অভিনয়শিল্পীর মধ্যে সম্ভাবনা দেখছেন।

নানা রকম চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন নাদিয়া মিম।

ছয় মাস প্রেমের সম্পর্কের পর ২০১৬ সালে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলীর (৩০) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হোন নাদিয়া মিম (২১)। তবে সংসার জীবনের দুই বছর না ঘুরতেই বিবাহ বিচ্ছেদ হয়।

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্বোভাইরাস-এর গিটারিস্ট সুহার্ত শেরিফের সঙ্গে বর্তমানে প্রেম করছেন নাদিয়া মিম। গত সাত-আট মাস ধরে তারা গভীর প্রেমে মজে আছেন।

প্রেম নিয়ে নাদিয়া আফরিন মিমের লুকোছাপা নেই। তিনি প্রেমিক সুহার্তর সঙ্গে তোলা ছবিও নিয়মিত শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নাদিয়া মিমের ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা প্রায় ৫০ হাজার। এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়