‘জেদ করে নায়িকাকে বিয়ে করিনি, পারিবারিকভাবেই করেছি’
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘বেশি ভালো বাসলে মানুষ দুখ দেয় তার প্রতিদান, এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থপর বেঈমান’- ফোন করতেই ওপাশ থেকে কলার টিউনে ভেসে এলো এই গান। গানটি যার মোবাইল ফোনের কলার টিউনে সেট করা, তিনি ভালোবেসে জীবনে কষ্ট পেয়েছেন এমন ভাবা যেতেই পারে। বলছি ওস্তাদ জাহাঙ্গীর আলমের কথা।
মার্শাল আর্ট স্পেশালিস্ট এই নায়ক বিয়ে করনে নব্বই দশকের জনপ্রিয় নায়িকা রঞ্জিতাকে। কিন্তু তাদের সংসার খুব বেশিদিন টেকেনি। হয়তো গানের কথার মতোই ভালোবাসার মানুষটিকে হারিয়েছেন তিনি। এদিকে রঞ্জিতার দাবি জেদ করে সেসময় তাকে বিয়ে করেছিলেন জাহাঙ্গীর আলম। এরপর গর্ভে সন্তান এলে তাকে ডির্ভোস দেওয়া হয়।
রাইজিংবিডিতে ‘জেদ করে নায়িকাকে বিয়ে, গর্ভবতী হতেই ডিভোর্স’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর মুখ খোলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। তার দাবি জেদ করে নয়, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘জেদ করে নায়িকাকে বিয়ে করিনি, পারিবারিকভাবেই বিয়ে করেছিলাম। অভিসারে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়। সে ছবি এখনও আছে। সেখানে পরিবারের লোকজন ছিল। এখন ‘পাগলামো কথা’ বললে হবে না। আর ২৫ বছর আগে আমাদের ডির্ভোস হয়েছে। এতদিন পর এখন কেন এসব কথা উঠছে! আমি জেদ করে বিয়ে করলে ডিভোর্স আমি দিতাম। কিন্তু ডিভোর্স সে দিয়েছে।’
দুজনের মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, ‘আসলে সেভাবে কিছু না। সিনেমায় কাজ করতে গিয়ে সর্ম্পক তৈরি হয়। এরপর পারিবারিকভাবে বিয়ে হয়।’
যদিও বিয়ের পর দুজনের সংসার জীবন কতদিন ছিল তাৎক্ষণিকভাবে বলতে পারেননি জাহাঙ্গীর আলম।
‘মরণ লড়াই’ সিনেমার শুটিং করতে গিয়ে দুজনের সম্পর্ক গড়ে ওঠে।
রাহাত/তারা