ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিকা নিলেন নব্বই দশকের ঝড় তোলা নায়ক-নায়িকা

প্রকাশিত: ১৫:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২১
টিকা নিলেন নব্বই দশকের ঝড় তোলা নায়ক-নায়িকা

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টিকাদান শুরু হয়েছে। টিকা গ্রহণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরই ধারাবাহিকতায় টিকা নিলেন নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা নেন এই তারকা দম্পতি। টিক গ্রহণের পর দুজনই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে করোনার ভ্যাকসিন গ্রহণ করলাম। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন। সবার জন্য দোয়া রইলো।’

আরো পড়ুন:

পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে পা রাখেন নাঈম ও শাবনাজ। এরপর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই জুটি।

অভিনয় ক্যারিয়ারে জুটি বেঁধে ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন নাঈম-শাবনাজ। তাদের একসঙ্গে অভিনীত শেষ চলচ্চিত্রের নাম ‘ঘরে ঘরে যুদ্ধ’। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি। নাঈম-শাবনাজ পর্দা থেকে হারিয়ে গেলেও দর্শকের হৃদয়ে এখনো অমলিন। নাঈম-শাবনাজ দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। তবে তারা এখনো শোবিজে পা রাখেননি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়