ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে ফিরে তমালিকা ধন্যবাদ দিলেন ভাবনাকে

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৯:১৩, ৩১ জানুয়ারি ২০২৩
দেশে ফিরে তমালিকা ধন্যবাদ দিলেন ভাবনাকে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। হঠাৎ করেই যুক্তরাষ্ট্র প্রবাসী হয়ে যান এই অভিনেত্রী। সম্প্রতি দেশে ফিরেছেন, এর মধ্যে ভাবনার সান্নিধ্যে বিশ্রাম নেন। তারপর মঞ্চ নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

আরণ্যকের ৫০ বছর পূর্তিতে ‘রাঢ়াঙ’ নাটকটি মঞ্চস্থ হবে। এই নাটকে অভিনয় করবেন তমালিকা। গত কয়েক দিন ধরে মহড়ায় অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। তমালিকা সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, নাটকের আগে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে আদিবাসী বন্ধুদের গান পরিবেশনা রয়েছে, , আপনাদের প্রতি সবান্ধব আমন্ত্রণ।

অভিনেত্রী ভাবনাকে ধন্যবাদ জানিয়ে তমালিকা বলেন, গত পাঁচ বছর আমি মানসিক ও শারীরিকভাবে খুবই ক্লান্ত ছিলাম। ভাবনা তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর জায়গায় বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছ, সেই সঙ্গে মজাদার সব খাবার খাওয়াচ্ছ; আমি এর ভয়াবহ প্রয়োজনীয়তা অনুমান করছিলাম। ধন্যবাদ অনিমেষ, দুজনকেই ভালোবাসি। 

আরণ্যকের ৫০ বছর পূর্তির উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যায় পরিবেশিত হবে ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়