ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাইট ক্লাবে সানির জন্য হট্টগোল (ভিডিও)

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৩ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইট ক্লাবে সানির জন্য হট্টগোল (ভিডিও)

সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউড দর্শকদের কাছে বেশ জনপ্রিয় সানি লিওন। তাইতো দর্শকদের মাত করতে এ অভিনেত্রীকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান অনুষ্ঠান কর্তৃপক্ষ। গত ২ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে তেমনি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সানি। কিন্তু অনুষ্ঠান শেষ করার আগেই হট্টগোলের মুখে পড়তে হয় তাকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, বন্ধু দিবস উপলক্ষে হায়দারাবাদে একটি নাইট ক্লাবের অনুষ্ঠানে পারফর্ম্যান্স করতে গিয়েছিলেন সানি লিওন। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই সেখানে হট্টগোল শুরু করে দেয় উপস্থিত দর্শকরা। বিষয়টি মোটেও পছন্দ হয়নি সানির। তাইতো ঘোষণা দেন পারফর্ম্যান্স না করার। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শকরা। কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডাতে জড়িয়ে পড়েন দর্শকরা।

তবে এতে করে আর নতুন কোনো ঝামেলায় পড়েননি এক পেহেলি লীলা খ্যাত এ অভিনেত্রী। নাইট ক্লাবের সদস্যরা সুরক্ষিতভাবেই সানিকে নাইট ক্লাব থেকে বাইরে বের করে দেন।

 

দেখুন : সানিকে নিয়ে হট্টগোলের ভিডিও

 




রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়