ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের ১৩ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিখোঁজের ১৩ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর সুরাইয়া আক্তার (৮) নামের এক কন্যাশিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সুরাইয়া একই গ্রামের অহিদ মিয়ার কন্যা।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) সফিকুল ইসলাম জানান, ১৩ দিন আগে শিশু সুরাইয়া আক্তার তার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। শিশুটির বাবা অহিদ মিয়া ঢাকায় রিকশা চালান এবং মা রহিমা বেগম অন্যের বাড়িতে কাজ করেন।

নিহত শিশুর মা রহিমা বেগম জানান, নিখোঁজের পর থেকে মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেন তিনি। শুক্রবার দুপুরে ওই গ্রামের আ. কুদ্দুছ মিয়ার পরিত্যক্ত ঘর থেকে পঁচা গন্ধ বেরিয়ে আসলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিবুল পরিত্যক্ত ঘর থেকে আড়ার সঙ্গে বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির মুখসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার দেহের বিভিন্ন স্থানে পঁচে গেছে।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৯ জানুয়ারি ২০১৮/হাসান উল রাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়