ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরি

নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন করে তোলা জরুরি। তা না হলে সরকারের সব উন্নয়ন প্রকল্প ভেস্তে যাবে।

শনিবার দেশটাকে পরিষ্কার করি দিবসে পরিবর্তন চাই সংগঠনের চেয়ারম্যান ফিদা হক এ অভিমত ব্যক্ত করেন।

এ বছর তৃতীয়বারের মতো সারাদেশে দিবসটি পালন করছে পরিবর্তন চাই নামের একটি সংগঠন। দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘সারাদেশে ডাস্টবিন চাই, পরিবর্তন করি, পরিবর্তন চাই’।

দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায় পরিবর্তন চাই। পরে মিরপুর ১০ নম্বরে এসে সমাপনী অনুষ্ঠান করে সংগঠনটি।

অনুষ্ঠানে ফিদা হক বলেন, সারাদেশ পরিষ্কার করার যে স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি তা আমরা বাস্তবায়ন করব। এজন্য সরকারের সহযোগিতা দরকার।

তিনি বলেন, আমরা সরকারের কাছে সারাদেশের সড়কে ডাস্টবিন চাই। তবে এর আগে চাইব- সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষ সচেতন করতে হবে।

তিনি আরো বলেন, ঢাকায় দুই সিটি করপোরেশন সড়কে ডাস্টবিন বসিয়েছিল। কিন্তু এসব ডাস্টবিন রক্ষণাবেক্ষণ ও সাধারণ মানুষের সচেতনতার অভাবে নষ্ট ও চুরি হয়ে যাচ্ছে। তাই আমরা বলব- নগর পরিচ্ছন্নতা নিয়ে যে কোনো প্রকল্প গ্রহণের আগে সাধারণ মানুষকে সচেতন করার যেন উদ্যোগ নেওয়া হয়।

স্থপতি মোবাশ্বের হোসেন রাইজিংবিডিকে বলেন, যথাযথ ও সমন্বিত পরিকল্পনার অভাবে ভালো প্রকল্প ব্যর্থ হয়। এর প্রমাণ ঢাকা শহরে ডাস্টবিন বাসানো প্রকল্প। আমার অভিমত, এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জনসাধারণকে  সচেতন করা দরকার।



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়