ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরহাদ খাঁ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২৮ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরহাদ খাঁ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির পঞ্চম শাহদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ফরহাদ খাঁ  ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

 

দৈনিক আজকের বাণী পত্রিকার সম্পাদক আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, প্রাক্তন সচিব আব্দুল মজিদ, সাহিত্য পরিষদের সভাপতি সিরাজুল করিম প্রমুখ।

 

আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘দেশে সাংবাদিক হত্যার বিচার না হওয়া স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। আমরা সৌভাগ্যবান যে সাংবাদিক ফরহাদ খাঁ  হত্যা মামলার প্রাথমিক রায় এসেছে।’

 

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘হয় সাংবাদিক হত্যার বিচার করুন, না হলে ঘোষণা করুন এ দেশে সাংবাদিক হত্যার বিচার হবে না।’

 

সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারাধীন সকল মামলার রায় দ্রুত কার্যকর করার আহব্বান জানিয়ে তিনি বলেন,  ‘অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৬/আরিফ সাওন/রুহুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়