ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফোন পেয়ে রীতিমতো বিব্রত: ডিপজল

প্রকাশিত: ১০:৪৬, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফোন পেয়ে রীতিমতো বিব্রত: ডিপজল

ডিপজল

জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বদৌলতে অনুমান করা যায় আজ (১৫ জুন) তার জন্মদিন। ভক্তরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে ডিপজলকে ফোন করে শুভেচ্ছা জানানো হয়েছে। জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে বিব্রত ডিপজল।

কারণ ডিপজল জানিয়েছেন, আজ তার জন্মদিন নয়। তার জন্মদিন ৬ এপ্রিল৷ এই অভিনেতা বলেন, ‘কীভাবে জানি আজ আমার জন্মদিন ভক্ত ও কাছের মানুষরা জেনেছেন। কিন্তু এটা ভুল। অনেকেই ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ফোন পেয়ে রীতিমতো বিব্রত। তারপরও কিছু করার নেই। এই নিউজের মাধ্যমে যদি ভুলটা ভাঙে।’

‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’ সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়