ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় ডিআইজি হাবিবুর রহমানের গবেষণাগ্রন্থ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২২  
বইমেলায় ডিআইজি হাবিবুর রহমানের গবেষণাগ্রন্থ

অমর একুশে বইমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের গবেষণাগ্রন্থ ‘ঠার: বেদে জনগোষ্ঠীর ভাষা’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী।

২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

আরো পড়ুন:

প্রধান অতিথি থাকবেন কবি কামাল চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি ও লেখক মিনার মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বইটির ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরবেন বইয়ের লেখক হাবিবুর রহমান।

বইটি গবেষণানির্ভর ও তথ্যসমৃদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন গুণগ্রাহী ব্যক্তিবর্গ। এ ব্যাপারে লেখক হাবিবুর রহমান বলেন, ‘ঠার ভাষার গবেষণায় পাঁচ শতাধিক বেদে প্রতিনিধির সঙ্গে দীর্ঘ আট বছর যোগাযোগ রেখেছি। তাদের মাধ্যমে ভাষাটির শব্দ, ব্যাকরণ উদ্ধারের চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘কখনো কখনো বেদেপল্লিতে উপস্থিত হতে না পারলে বেদেদের আমার অফিসে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সঙ্গে কথা বলে অজানা ভাষাটিকে একটি পূর্ণাঙ্গ বই হিসেবে লিখিত রূপ দেওয়ার চেষ্টা করেছি।’

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়