বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
আমিনুল || রাইজিংবিডি.কম
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর সংবাদ সম্মেলনে কর্মকর্তারা
স্পোর্টস রিপোর্টার
ঢাকা, ২০ ফেব্রুয়ারি : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্তপর্বের খেলা রোববার শুরু হতে যাচ্ছে। ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে চূড়ান্তপর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় পর্যায়ের এ খেলা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একই মাঠে।
এ টুর্নামেন্ট দুটি উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান টুর্নামেন্ট দুটির বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রী বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মীনি বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং আজকের শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান, স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিত করণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালে থেকে এ টুর্নামেন্ট দুইটি আয়োজন করে চলেছে।’
তিনি আরো বলেন, ‘উভয় টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের চুড়ান্ত পর্বে ৭ বিভাগের চ্যাম্পিয়ন মোট ১৪টি দল অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ের চুড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো হল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগের শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিভাগের দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট বিভাগের আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর বিভাগের বেড়াডাঙা সোটাপীর যাদুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।’
এ ছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের কাউখালী মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের কোমড়াইল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের মন্ডুপাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট বিভাগের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংপুর বিভাগের পালিচড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।’
এ বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে ৬২,২০৭ টি এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৬২,২৬১টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী জানান, অংশগ্রহণের দিক থেকে টুর্নামেন্ট দুটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বিরাট এক ক্রীড়াযজ্ঞ। এ টুর্নামেন্ট দুটি সাফল্যমন্ডিত করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, ‘এ টুর্নামেন্ট দুইটির ফাইনাল খেলা আগামী ০২ মার্চ বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি বিতরণ করবেন।’
রাইজিংবিডি / আমিনুল
রাইজিংবিডি.কম