বনানীর স্টার কাবাব রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৩৪, ৭ অক্টোবর ২০২২
আপডেট: ২০:৩৮, ৭ অক্টোবর ২০২২
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের স্টার কাবাব রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৭ অক্টোবর) রাত ৮টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
কেআই