ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি বন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১২ নভেম্বর ২০২১  
‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি বন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা ৫৮ জন বিদেশি বন্ধুকে নিয়ে বই লিখেছেন বিশিষ্ট গবেষক মোহাম্মদ আবদুল গণি। শুক্রবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি বন্ধু’ বইটির মোড়ক উন্মোচন করেন গুণীজনরা। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে এবিসি পাবলিকেশন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু, বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা। মুখ্য আলোচক ছিলেন ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। বিশেষ আলোচক ছিলেন ড. লিপন মুস্তাফিজ।

আরো পড়ুন:

আলোচকরা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি বন্ধু বইটিতে কেবল বাঙালি জাতির অকৃত্রিম বন্ধুদের কথই আলোচিত হয়নি, এতে যুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট ও ঐতিহাসিক তথ্য ও দলিলাদির মাধ্যমে গবেষণালব্ধ বিষয়বস্তু উত্থাপিত হয়েছে। বিশেষ করে, স্বাধীনতাযুদ্ধে পার্শ্ববর্তী দেশ ভারতের সাহায্য-সহযোগিতার কথা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। বইটির গবেষণালব্ধ বিষয়বস্তু পাঠকদের ইতিহাসজ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি জতীয় ইতিহাসকে সমৃদ্ধ করবে।’

‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি বন্ধু’ বইয়ে ইন্দিরা গান্ধী, জে এফ আর জ্যাকব, নিকোলাই পদগর্নি, জর্জ হ্যারিসন, অ্যাডওয়ার্ড কেনেডি, জোসেফ ও কলেন, অ্যালেন গিন্সবার্গ, ফাদার রিচার্ড টিম, ডব্লিউ এ এস ওডারল্যান্ড (বীর প্রতীক), অ্যান্থনি মাসকারেনহাস, সায়মন ড্রিং, সিডনি শ্যানবার্গ, এয়ার মার্শাল আসগর খান, জোয়ান বয়েজ, জন এফ কেনেডি, মাওলানা সাইয়্যেদ আসআদ, ফাদার মরিনো রিগনসহ ৫৮ জনের মুক্তিযুদ্ধে অবদান তুলে ধরা হয়েছে।

মোহাম্মদ আবদুল গণি বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বিদেশি এসব বন্ধুর কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে এ দশের মানুষ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এ বইটির কাজ হাতে নিয়েছি। দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই আমার প্রত্যয়।’

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়