ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলা বানান নিয়ে রাইটার্স গিল্ডের কর্মশালা ১ মে

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ২৭ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলা বানান নিয়ে রাইটার্স গিল্ডের কর্মশালা ১ মে

বাংলাদেশ রাইটার্স গিল্ড এর লোগো

নিজস্ব প্রতিবেদক : বানান দুর্বলতার জন্য মানসম্মত লেখাও অনেক সময় ফেলনা হয়ে যায়। এ জন্য শুদ্ধভাবে বাংলা লিখতে পারার কোনো বিকল্প নেই। বিষয়টিকে প্রাধান্য দিয়ে এবার শুদ্ধ বাংলা বানান শেখানোর উদ্যোগ নিয়েছে সৃজনশীল প্রকাশনা সংস্থা বাংলাদেশ রাইটার্স গিল্ড।

 

আগামী ১ মে রোববার রাইটার্স গিল্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী একটি কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন শুদ্ধ বানান চর্চার (শুবাচ) উপদেষ্টা এবং খ্যাতিমান শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড. হায়াৎ মামুদ।

 

কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত থাকবেন শুবাচ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. মোহাম্মদ আমিন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) ফরিদুর রহমান এবং লেখক ও গবেষক খোন্দকার শাহিদুল হক।

 

১ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বানান বিষয়ে কর্মশালাটি বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

কর্মশালায় শেখানো হবে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, বানানের সাধারণ অপরিবর্তনীয়তা, ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব, তদ্ভব, দেশি, বিদেশি, ও মিশ্র শব্দ, যতিচিহ্নের ব্যবহার প্রভৃতি।

 

বাড়তি সুবিধা হিসেবে প্রশিক্ষণ চলাকালীন সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থাও থাকছে।

 

কর্মশালায় অংশগ্রহণ ফি ধরা হয়েছে মাত্র ৩০০ টাকা। যা ০১৯১৩৩৩৬১২৭-নাম্বারে বিকাশ করে পাঠানো যাবে। ৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

 

আরো বিস্তারিত জানা যাবে সংস্থার ওয়েবসাইট (www.bdwritersguild.com) থেকে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৬/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়