ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বার্ন ইউনিটে সন্তান জন্ম দেওয়া সেই নারীর মৃত্যু

প্রকাশিত: ১০:৪১, ২৩ মার্চ ২০২৩   আপডেট: ১০:৪৩, ২৩ মার্চ ২০২৩
বার্ন ইউনিটে সন্তান জন্ম দেওয়া সেই নারীর মৃত্যু

ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম আক্তার মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগুনে কুলসুম আক্তারের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিলো। গত ১৩ মার্চ অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বহুতল ভবনে বিস্ফোরণ, মা ও সন্তান দগ্ধ

উল্লেখ‌্য, গত ১২ মার্চ সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মাসদাইর এলাকায় ১০তলা বাড়ির ৬তলায় বিস্ফোরণ হয়। এ সময় আগুনে দগ্ধ হন কুলসুম ও তার তিন বছরের ছেলে।

গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।

ঢাকা/ইভা   

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়