বাসসের এমডি ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ
সনি || রাইজিংবিডি.কম
প্রেস সচিব আবুল কালাম আজাদ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)`র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিন বছরের জন্য সচিব পদমর্যাদায় তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় আবুল কালাম আজাদের নিয়োগের ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে।
আবুল কালাম আজাদ ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন। ২০০২ সালে দেশে ফিরে তিনি আওয়ামী লীগ সভানেত্রী ও তত্কালীন সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিভাগীয় কোষাধ্যক্ষ এবং স্বাধীনতার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
রাইজিংবিডি / সনি
রাইজিংবিডি.কম