ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমানের টিকিট নিয়ে জটিলতা নিরসনের তাগিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিমানের টিকিট নিয়ে জটিলতা নিরসনের তাগিদ

মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের বিমান টিকিট প্রাপ্তিতে জটিলতা, হয়রানি ও অব্যবস্থাপনায় উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। অবিলম্বে প্রবাসীদের বিশেষ ব্যবস্থায় কর্মস্থলে যেতে টিকেট প্রাপ্তি নিশ্চিত ও প্রয়োজনে বিমানে বিশেষ ফ্লাইটের চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন (ক্যাব) চট্টগ্রাম।

করোনাভাইরাসে লকডডাউন খোলার পর মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসীদের কর্মস্থল ও ব্যবসা বাণিজ্য শুরু হলে পুনরায় ফেরত যেতে বিমানের টিকিট নিয়ে কৃত্রিম সংকট শুরু করে একটি মহল। বাংলাদেশ থেকে বিভিন্ন রুটে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিমান চলাচল শুরু হয়। বর্ধিত দামে এবং রির্টান টিকিট কিনেও তা পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা।

অভিযোগ উঠেছে, বাংলাদেশ বিমানের টিকিট বিক্রয় নিয়ে নানা অনিয়ম এবং অভিযোগ থাকার পরও এ সব অনিয়ম, দুর্নীতি বন্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কার্যত কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। যার খেসারত দিতে হচ্ছে প্রবাসী শ্রমিকদের।

ক্যাব নেতারা ক্ষোভ প্রকাশ করে প্রবাসীদের নির্দিষ্ট সময়ে তাদের কর্মস্থলে পুনরায় ফেরত যেতে প্রয়োজনে বিশেষ বিমান ফ্লাইট চালু, অতিরিক্ত যাত্রী পরিবহনের সুবিধা নিশ্চিতসহ টিকিট প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানান।

হাসান/এসএম

সর্বশেষ

পাঠকপ্রিয়