ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে বিক্রি করতো মোছন-মানিক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৭ ডিসেম্বর ২০২২  
ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে বিক্রি করতো মোছন-মানিক

গাজীপুরে টঙ্গী থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন গাজীপুর পাড়োবাড়ী ক্যাম্প র‌্যাব-১ কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকার মৃত ওসমান খান ছেলে মোছন খান (৫৪) এবং একই জেলার সদরের নুরু মিয়ার ছেলে মানিক (২৮)। 

মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর টঙ্গীর নতুন বাজার রেলগেটের নিউ টু-ডে ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের সামনে ফ্লাইওভারের নিচে চেকপোস্ট পরিচালনা করে আসামি মোছন খান ও মানিক নামের দুই জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৩০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগাযোগের মাধ্যমে বিভিন্ন কৌশলে ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজাউল/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়