ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাজহার বাবুর সিনেমায় অধরা-ইভান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৩১ ডিসেম্বর ২০২২  
মাজহার বাবুর সিনেমায় অধরা-ইভান

বর্তমান সময়ের চিত্রনায়িকা অধরা খান। ‘বাটপার’র পর তিনি ‘ঠোকর’ নামে নতুন সিনেমায় যুক্ত হলেন। মাজহার বাবু পরিচালিত এই সিনেমায় অধরার বিপরীতে অভিনয় করছেন মডেল-উপস্থাপক ও ছোটপর্দার অভিনেতা ইভান সাইর।

মাজহার বাবু দুই যুগের বেশি সময় ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি চলচ্চিত্র সাংবাদিক হিসেবেই পরিচিত। এবার প্রথমবার তিনি পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন। সিনেমা প্রসঙ্গে মাজহার বাবু বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব। খুব দ্রুতই সিনেমার শুটিং শুরু হবে।’

অধরা খান বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। এবার তার পরিচালনায় কাজ করব- সত্যিই ভালো লাগার বিষয়। আর আমার চরিত্রটাও চ্যালেঞ্জিং। ’

মুভি টাইমের ব্যানারে ‘ঠোকর’ সিনেমাটি নির্মিত হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে বলে জানান এর নির্মাতা।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়