মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মুহতামিম গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসার মুহতামিম (পরিচালক) কে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাঁও হতে মাওলানা মাসউদ আজহারকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিনের ছেলে।
ভিকটিমের পরিবার জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় রওজাতুল ইসলাম চাক্তা মাদ্রাসার অফিসে কক্ষে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পাশবিক নির্যাতন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মাসউদ আজহার (৪০)।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষণের অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা রেকর্ড করে আসামিকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।
নুর/বকুল