মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে সুব্রত
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি -এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও মাহনা’স ক্যাসেল আয়োজনে চলছে ‘মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩।’
আজ বুধবার এই প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ছয় রাউন্ড শেষে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন।
পাঁচ পয়েন্ট করে নিয়ে ৫ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- অনত চৌধুরী, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, মো. আবজিদ রহমান ও ফিরোজ আহমেদ।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৫ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, টুটুল ধর, নাসিম হোসেন ভূঁইয়া ও মুকিতুল ইসলাম রিপন।
ষষ্ঠ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিক মাস্টার মেহাম্মদ মিনহাজ উদ্দিনকে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ মো. আজমাইন পারভেজ সায়রকে, মো. আবজিদ রহমান মো. মাসুম হোসেনকে, ফিরোজ আহমেদ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম আব্দুল মোমিনকে, টুটুল ধর এ.বি. বাপ্পীকে ও মুকিতুল ইসলাম রিপন দীন মোহাম্মদকে পরাজিত করেন।
অনত চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেনের সাথে ও জাবেদ আল আজাদ শেখ রাশেদুল হাসানের সাথে ড্র করেন। মো. নাসিম হোসেন ভূঁইয়া মো. সাগরের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে একই স্থানে সপ্তম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।
সপ্তম রাউন্ড শেষে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী। ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।
৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার বিজয়ীদের নগদ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।
ঢাকা/আমিনুল