মিমি-নুসরাতের টিকটক ভিডিও ভাইরাল
ভিডিও তৈরি ও শেয়ারিংয়ের চীনভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ ‘টিকটক’। তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এটি। এতে বিভিন্ন চলচ্চিত্রের সংলাপ, গানের কথপোকথনের সঙ্গে মিল রেখে অ্যাপস ব্যবহারকারীরা মুখ বা অঙ্গভঙ্গি মিলিয়ে ভিডিও তৈরি করে থাকেন।
এই অ্যাপে ভিডিও তৈরি করে সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও আলোচনায় এসেছেন। ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী নিয়মিত টিকটক ভিডিও পোস্ট করে থাকেন। এবার এই দুই তারকা অভিনেত্রীর টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।
নুসরাত হাতে লাল চুড়ি, সিঁথিতে সিঁদুর পরে ট্র্যাডিশনাল সাজে বলিউডি গানের সঙ্গে পারফর্ম করেছেন। অন্য একটি ভিডিওতে ওয়েস্টার্ন সাজে দিওয়ালির গানে পারফর্ম করতে দেখা যায় মিমি চক্রবর্তীকে। এই দুই তারকা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন এসব ভিডিও।
দেখুন: নুসরাতের টিকটক ভিডিও।
দেখুন: মিমি চক্রবর্তীর টিকটক ভিডিও।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম