ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিশন মঙ্গলের প্রথম ঝলক (ভিডিও)

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিশন মঙ্গলের প্রথম ঝলক (ভিডিও)

মিশন মঙ্গল সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার, বিদ্যা বালানসহ এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা— মিশন মঙ্গল। আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার।

ভারতীয় উপগ্রহ ‘মঙ্গলায়ন’ মহাকাশে পাঠানোর অভিযানকে নিয়ে সিনেমার গল্প তৈরি হয়েছে। ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিতে তারই এক ঝলক দেখানো হয়েছে।

টিজারে দেখা যায়— অক্ষয় কুমারের চরিত্রের নাম রাকেশ ধাওয়ান। তিনি একজন বিজ্ঞানী। অন্যদিকে বিদ্যা বালানকেও দেখা গেছে তারা শিন্ডে নামের এক বিজ্ঞানীর চরিত্রে। দুজনই তাদের ব্যক্তিগত জীবনের সমস্যার পাশাপাশি চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলায়ন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

অক্ষয় কুমার, বিদ্যা বালান ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন— তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন প্রমুখ। টিজারে তাদেরও দেখা গেছে।

মিশন মঙ্গল সিনেমাটি পরিচালনা করছেন জগন শক্তি। অক্ষয় কুমারের কেপ অব গুড ফিল্মস ও ফক্স স্টারসের সঙ্গে সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছেন আর বালকি। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

দেখুন: মিশন মঙ্গল সিনেমার টিজার




রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়