ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোবাইল চুরি হওয়ায় মাইকে চোরকে গালিগালাজ

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৩  
মোবাইল চুরি হওয়ায় মাইকে চোরকে গালিগালাজ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী পুরানগাঁও গ্রামে মোবাইল ফোন চুরি হওয়ায় ক্ষোভে মাইক ভাড়া করে চোরকে ইচ্ছেমতো গালিগালাজ করেছেন মো. ফায়েজ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ২৫ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. মানিক চাঁন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফায়েজ মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ফয়েজ মিয়া বলেন, ‘৯ দিন আগে আমার ঘর থেকে একটি এনড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়ে যায়। যার বাজার মূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ। সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছেমতো গালিগালাজ করেছি। মোবাইল দুটি হারিয়ে আমি কী করেছি, তা আমি বলতে পারব না। কিছু দিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না। খুব কষ্টে আছি।’ 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ ঘটনা আমি শুনেছি। তবে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রুমন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়