ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ৯ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ  : ময়মনসিংহ শহরের কালিবাড়ি বাইলেনে ভাতিজার ছুরিকাঘাতে চাচা সমীর দে খুন হয়েছেন।

 

এ ঘটনায় পুলিশ শনিবার সকালে ওই ভাতিজাসহ দুইজনকে আটক করেছে। তাদের কাছ থেকে তিনটি ছুরিসহ রূপার গহনা উদ্ধার করা হয়েছে।

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, শুক্রবার রাত ২টার দিকে শহরের কালিবাড়ি বাইলেনে জুয়েরলারি দোকান কারিগর সমীর দের বাসায় চুরি করতে আসে তার ভাই শংকর দের পুত্র আকাশ দে ও তার বন্ধু সানি। টের পেয়ে বাধা দিলে সমীর দেকে তারা উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ এসে অভিযান চালিয়ে শনিবার সকালে কালিবাড়ি কবরস্থানের একটি পরিত্যক্ত বাড়ি থেকে  আকাশ ও সানিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাসি করে তিনটি ছুরি, একটি ক্ষুর, কয়েক ভরি রূপার গহনা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/৯ মে ২০১৫/শেখ মহিউদ্দিন আহাম্মদ/রুহুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়